প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৪ পিএম

জামালপুর র্যাব ১৪-সিপিসি-১ এর অভিযানে ১০৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারাবারিকে আটক করা হয়েছে।
আটক নুরুল হোদার (৩৩) বাড়ি শেরপুর সদর উপজেলার গৃদ্দা নারায়ণপুর এলাকায়।
জামালপুর র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, রোববার রাতে(৮ ফেব্রুয়ারি) জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন গৃদ্দানারায়নপুর নিউমার্কেট ২য় গেইট মোড়ে থানার মোড় থেকে শেরপুর হাসপাতালগামী পাকা রাস্তার দক্ষিণপাশে যমুনা মটরস নামক গাড়ীর পার্টসের দোকানের সামনে হতে অভিযান পরিচালনা করে আসামি মো. নুরুল হোদা হেরোইন, ২টি মোবাইল ফোন (সীমসহ) এবং নগদ ২৪,৩৬০ টাকাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১,০৪০,০০০ টাকা।
পরবর্তীতে আটককৃতকে আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।