প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৫ পিএম আপডেট: ০৯.০২.২০২৫ ৪:১৩ PM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য সাদপন্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে টঙ্গী ইজতেমা ময়দান হস্তান্তর করেছে প্রশাসন। এর ফলে ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি নেওয়ার আনুষ্ঠানিক অনুমতি পেল সাদপন্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জিএমপি) হাফিজুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) ওয়াহিদ হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ফিরোজ আল মামুন।
আর সাদপন্থীদের পক্ষে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমসহ সাদ অনুসারীদের শীর্ষ মুরব্বিরা।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সাদপন্থীদের ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে শুরায়ে নেজামপন্থীদের ইজতেমা।