শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
১৫ আগস্ট না ঘটলে দেশ ভারতের অঙ্গরাজ্য হতো: বরকত উল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৫ AM

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট অনিবার্য ছিল। শেখ মুজিব সংসদে প্রবেশ করে সংবিধানকে চূর্ণ বিচূর্ণ কর তিনি সারাজীবনের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন। ১৫ আগস্ট না ঘটলে এদেশ আজ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। নুন্যতম সংস্কার শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি সারাবিশ্বের সম্মানিত ব্যক্তি। আপনি কীভাবে বললেন ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করবেন! আপনার মুখে এ কথা শোভা পায় না।’ 

তিনি আরো বলেন, আমরা গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি৷ আমাদের বিশ হাজার নেতাকর্মী জীবন দিয়েছে।আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবন যাপন করেছি। আমরা আমাদের বাবা, ভাই-বোন, ভাইয়ের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। এক মাসে ওই আন্দোলন হয় নাই। আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান । তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন।

বরকত উল্লাহ বুলু বলেন, 'মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে শেখ মুজিব যখন বাংলাদেশে ফিরে আসেন, তার একদিন পরই তাজউদ্দিন আহমেদকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, একটি অরাজক-অপরাজনীতির সূচনা করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ১৯৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন, যাতে ১৫ লাখ মানুষ মারা গিয়েছিল। রক্ষী বাহিনী গঠন করে এদেশের মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিলেন শেখ মুজিব। 

হোমনা উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com