রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় অভিযোগের সত্যতা মিলেছে
ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম

যশোরের ঝিকরগাছার পল্লীতে  সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে গণধর্ষন মামলার এজাহার নামীয় আসামী টিটু শাকিলের বিরুদ্ধে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ছয় সদস্যের একটি তদন্ত টিম উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামে সরজমিন অনুসন্ধানে গেলে অভিযোগের সত্যতা বেরিয়ে আসে।

অভিযোগ রয়েছে, সাংবাদিক নামধারী এই প্রতারক ঝিকরগাছা প্রেসক্লাবের অনুষ্ঠানের নাম করে স্থানীয় স্টার ব্রিকসের মালিক রমিজ উদ্দিন ও ম্যানেজার মুরাদ হোসেন অভিযোগের সত্যতা জানতে চাইলে তারা বলেন, প্রেসক্লাবের নাম করে ১০হাজার টাকা দাবি করা হয়েছে। 

অপরদিকে একই গ্রামের আব্দুল  গফুর সরকারি জায়গায় টয়লেট নির্মাণের অভিযোগ তুলে  সংবাদ প্রকাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা নেবার কথা স্বীকার করেছেন প্রতারণার শিকার আব্দুল গফুর। প্রতারক টিটো শাকিল একই গ্রামের  সুলতান হোসেনের ছেলে। 

কথিত ওই সাংবাদিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের ভয়  দেখিয়ে মানুষের কাছে টাকা দাবি করে আসছেন ধীর্ঘদিন ধরে। ঝিকরগাছার একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে ওই প্রতিষ্ঠানের সদস্য পরিচয় দিয়ে নিজেকে ঝিকরগাছা  থানাবাপি তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করছেন এই টিটু শাকিল।মানসম্মানের ভয়ে অনেকেই তার দ্বারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ,তার চাহিদা মত টাকা দিতে অস্বীকার করলেই ভুইফোড় কয়েটি অনলাইন ও পত্রিকায় সেন্টিগে রিপোর্ট করে হেনস্থা করে তুলছে সেসব পরিবারকে। একাধিক এই ঘটনার ফলে ফুসেঁ উঠেছে এলাকাবাসী। সম্প্রতি টিটু শাকিল নামের কথিত ওই সাংবাদিক পুকুর খননের মাটি বহনকারী  চলমান ট্রাক্টরের ছবি ও ভিডিও ধারণ  করে।
 
পরবর্তীতে টিটু শাকিল পুকুর খননের সাথে জড়িতদের মধ্যে একজনের মোবাইল হোয়াটসআপে লেখেন, 'জামায় কি করবো কিছু তো বললের না? জবাবে সেই মাটি-বালু ব্যবসায়ী লেখেন, কাল রাতে। টিটু শাকিল প্রত্যুত্তরে লেখেন, টিমের লোকজন তো নিউজ লিখে বসে আছে! আমাকে (টিটু শাকিল)কে ফোন দিচ্ছে। ব্যবসায়ী লেখেন, কে সে? টিটু শাকিল লেখেন, আছে চার জন, চিনবেন কি? জবাবে ব্যবসায়ী লেখেন, ‘বলেন’। 

এই ঘটনায় ওই ব্যবসায়ী টাকা না দেওয়ায় তার পার্টনারের ছবি দিয়ে বিভিন্ন পত্রিকায় টিটু শাকিল গংরা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক একেরপর এক নিউজ লিখে যাচ্ছেন।
 
সাংবাদিক নামধারী কে এই টিটু শাকিল? কি তার পরিচয়? খোঁজ নিয়ে জানা গেল সে ঝিকরগাছার পল্লীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলার এজাহার নামীয়  আসামি। বর্বর ও পৈশাচিক ওই ঘটনায়  ২০১৪ সালে কথিত এই সাংবাদিক টিটু শাকিলের বিরুদ্ধে মামলা হয়। সে ওই মামলার ৪ আসামির মধ্যে ২নং এজাহার নামীয় আসামি।

ঝিকরগাছা থানার মামলা নং ২৩। '২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ নারীকে ধর্ষণ ও ধর্ষণ কাজে সহায়তা এবং নারীর অশ্লীল ছবি মোবাইলের মাধ্যেমে ভিডিও চিত্র ধারণ ও ওয়েব সাইটে প্রকাশের হুমকি দেওয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com