
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জিকরগাছা শাখার একাংশে নেতাকর্মীরা ঝিকরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার(৭ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দাবি করেন, গত ২০১৮ সালে গঠিত সংগঠনের ‘ত্রিবার্ষিক’ কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হলে একটি অন্তর্বর্তীকালীন অথবা আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা।
অথচ সেটি না করে সাবেক কমিটির নেতৃবৃন্দ সংখ্যা গঠনের সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান ও পকেট কমিটি গঠনের অশুভ পায়তারাই লিপ্ত আছেন।
সংগঠনের গঠনতন্ত্র তথা নিয়ম-নীতি উপেক্ষা করে এধরনের পাতানো নির্বাচন আয়োজনের ফলে সংগঠনের প্রতিটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মধ্যে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির কারণে সংগঠনের তৃণমূল পর্যায়ে বিভক্তি বিভাজনের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
সংগঠনের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি ঘোষণাপূর্বক আহবায়ক কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা না হলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।
সংবাদ সম্মেলনের এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা শাখার সাবেক সভাপতি বাবু অশোক কুমার দত্ত।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পৌর শাখার সাবেক সভাপতি বাবু সুব্রত সেন মনি, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বাবু নারায়ণ চন্দ্র অধিকারী, পৌর কমিটির সাবেক সদস্য অপর কাউন্সিলর বাবু নিমাই চন্দ্র ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ দত্ত, সাবেক কমিটির সহ-সভাপতি বাবু মিলন দেসহ অনেকে।