প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪২ পিএম

গাজীপুরে ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জেলা প্রশাসন, গাজিপুর ও পরিবেশ অধিদপ্তর গাজিপুর এর উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গাজীপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে "তারুণ্যের উৎসব ২০২৫-সবুজ ভবিষ্যৎ" শীর্ষক একটি অনন্য ইভেন্ট উদযাপন করেছে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো পরিবেশ বর্জ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক পণ্যের বিকল্প প্রচার করা বলে জানা জায়।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিলো,পরিবেশ বান্ধব উপকরণ ও রিসাইকেল করা পণ্যের প্রদর্শনী,প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার সম্পর্কিত কর্মশালা,পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ইভেন্টটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরিবেশ অধিদপ্তর আশা করছে এই উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে এবং একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ার প্রেরণা জাগাবে।
এরকম সচেতনামূলক অনুষ্ঠান প্রতিনিয়ত করার আহ্বান জানান সচেতন নাগরিকগণ।