বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ পিএম

বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১ জানুয়ারি) ভোরে তাকে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

প্রাথমিকভাবে আইসিইউতে রাখা হলেও অবস্থা স্থিতিশীল হওয়ায় এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে।  

শিল্পীর মেয়ে জিহান ফারিহা গণমাধ্যমে জানিয়েছেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা উন্নতির দিকে।  

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে এখন মায়ের তেমন কোনো জটিলতা নেই। দ্রুতই তাকে বাসায় নেওয়া হবে।’ 

এর আগে ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানি ফেসবুকে লিখেছিলেন- আমার আম্মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। ফুসফুসে কিছুটা পানি জমেছে এবং নিউমোনিয়ার সংক্রমণও দেখা দিয়েছে। তবে হাসপাতালে ভর্তির পর থেকে তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে আছেন। আমরা ছেলে-মেয়েরা সার্বক্ষণিক তার পাশে রয়েছি। 

তার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে আছেন। 

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। ২০০৮ সালে তিনি জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন। এছাড়া, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হন। সংগীত অঙ্গনে তার অনন্য অবদানের জন্য দেশের গুণীজন ও ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com