বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    
কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে সোপর্দ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:২৯ AM

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকাকে এলাকায় আটক করে  পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

আটককৃত চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা, ৬৫,। কাপাসিয়া উপজেলার খিলগাঁও গ্রামের মৃত মোফাজ্জল হোসেন এর ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  দুপুর ১ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এ ঘটনা ঘটেছে। 

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ আব্দুল হালিম  জানান, চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা এখন থানায়। তাকে এলাকার কতিপয় যুবকরা ধরে থানায় সোপর্দ করেছে। 

চেয়ারম্যান এম এ ওহাব খান খোকার স্ত্রী লাইলী বেগম  জানান,  বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার স্বামী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হয়েছিলো। গত ৫ তারিখের পরে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের লোকজন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। চাদা না দেওয়ায় আজ তাকে ইউনিয়ন পরিষদ গিয়েে মারধর করে।এতে আমার স্বামী গুরুতর আহত হন। আমার স্বামীর কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা,৩ লক্ষ টাকার স্বাক্ষরিত চেক, একটি মোবাইল ফোন সন্ত্রাসীরা নিয়ে যায়। আমি ন্যয় বিচার চাই। 

নাম প্রকাশে  অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের একজন জানান, সকাল ১১টা দুর্গাপুর  ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান পরিষদে আসেন। এসে তিনি অফিসিয়াল কাজ কর্ম করেন। তিনি প্রায় ২ ঘন্টা পরিষদে বসে কাজ করেন। তিনি ১ টার দিকে পরিষদ এসে কিছু যুবক মারধর শুরু করেন। এ সময় তিনি মাটিতে লুটিযে পরেন। এতে তার মাথা চোয়ালের ডান কোনায় রক্তাক্ত জখম হয়। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মো. কামাল হোসেন  জানান, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাপাসিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব  জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানা একটি মারামারির মামলা (২৩/০৯/২০২৪) দায়ের করেছেন। ওই মামলার তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ সঠিক কিনা জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। জনতা কেন আটক করেছে তা আমার জানা নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com