রওজাতুস সালিহীন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৫৬ AM

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রওজাতুস সালিহীন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং ফাজিল ১ম বর্ষের সবক অনুষ্ঠান ২০২৫ ইং অনুষ্ঠিত।
আয়োজনটি অনুষ্ঠিত হয় ২৯ ই জানুয়ারি বুধবার সকাল ১০ টায়।
রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর মোল্লার শুভেচ্ছান্তে, উক্ত মাদ্রাসার মোতওয়াল্লী আলহাজ্ব হোযায়েফ আল মাহমুদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বছিলার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ড. মোঃ শামছুল আলম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বছিলার ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রফেসর ড. আইউব হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক, প্রিন্সিপাল ডঃ মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া,রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার রেক্টর, মাওলানা মাহবুবুর রহমান, রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার,সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য, মাওলানা মঈন উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।