প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:৪৬ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, ‘এই সমাজে একেবারেই দুর্নীতি নির্মূল হবে সেটা আমি বলছি না, দুর্নীতি পুরনো আমলেও ছিল ভবিষ্যতেও থাকবে। কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারব যদি আমাদের সদিচ্ছা থাকে।’
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সংকটটা সেবাগ্রহীতাকে নিয়ে নয় সেবাদাতাকে নিয়ে, সেবা গ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে যে ভালো সেবার। কিন্তু যারা সেবাদাতা তারা এক অর্থে আমলা, এখন আমলাতন্ত্রের একটা সংজ্ঞা যে আমি কিভাবে একটা সিদ্ধান্ত না নিয়ে আপনাকে ঘোরাতে পারি, যে যতবেশি ঘোরাতে পারে সে তত বেশি ক্ষমতাবান, আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি।
আমার বিশ্বাস যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে ক্ষমতাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে ক্ষমতাকে মনে করতে হবে এটি আমাদের একটা দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘আমারও মাঝে মাঝে মনে হয় দুর্নীতি না থাকলে আমরাও বেকার হয়ে যেতাম তবে আমরা এই বেকারত্বই চাই। দেশে বিভিন্ন সময়ে যে আন্দোলন হচ্ছে এগুলোর মূল কারণ হচ্ছে আমরা সমাজে এক ধরনের অবিচার লালন করি এবং প্রত্যেকটা অবিচারের পিছনে যে সি’ যে বি’ সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের প্রধান আকাঙ্ক্ষা একটি ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ গঠন।’
গণশুনানিতে আরো বক্তব্য প্রদান করেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এসজিপি, এনডিসি, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গণশুনানি পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসক মো আমিরুল কায়ছার।