প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ২৮.০১.২০২৫ ৩:৪৬ PM

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কিছুদিন আগেই রেলওয়ের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোনো দাবি মানা সম্ভব নয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল। কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার।
তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেওয়া হয়েছে।
যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।
ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না।
দেশের অর্থনৈতিক অবস্থাও বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।