বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে এক জনের লাশ উদ্ধার   ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে   পাকুন্দিয়ায় গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ি অভিযুক্ত   ৩২ ঘণ্টা পর গর্ত থেকে তোলা হল রাজশাহীর সেই শিশুকে   ‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স   ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী   টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝিকরগাছায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:১৯ পিএম

যশোরের ঝিকরগাছায় স্থানীয় সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) উপজেলার লাউজানী আল হেলাল কমপ্লেক্সে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা  আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী  অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তাই সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়। সৎ ও বস্তুনিষ্ঠ  সাংবাদিকতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে সমাজের অসঙ্গতি দুরকরা সম্ভব। একশ্রেণির মিডিয়া এখন মিথ্যা ও বিভ্রান্তিকর  গুজব ছড়াতে ব্যস্ত। তাদের ব্যাপারে সাংবাদিকসহ  সবাইকে সতর্ক থাকতে হবে।

সামাজিক ও রাজনৈতিক সব ধরনের তথ্যচিত্র তুলে ধরার উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সাংবাদিকতার উপর নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করলে পেশাগত দক্ষতা-অভিজ্ঞতা অর্জন সম্ভব। 

এতে একজন পেশাদার সাংবাদিকের প্রতি জনআস্থা সৃষ্টির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান। 

সংগঠনের উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া শাখার সভাপতি মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো, রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম। কর্মশালায় উপজেলার ১১ইউনিয়নের শতাধিক মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com