
ঐতিহ্যবাহী ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জ কল্যাণ সমিতি-ধামরাই এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক ভোটারের উপস্থিতিতে এ নির্বাচনের কণ্ঠভোটে সভাপতি হয়েছেন সিরাজুল হক দুলাল, সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রাজিব হাসান।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় থানা বাসস্ট্যান্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে মানিকগঞ্জে জন্মগ্রহণ কিন্তু ধামরাইয়ে স্থায়ী বসবাসরত সদস্যদের নিয়ে এ সংগঠনটির দ্বি-বার্ষিক-২০২৫-২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
আগামী দুই বছরের জন্য ২৪ সদস্যের এ কমিটিতে সম্পাদকমণ্ডলী ১১ জন, কার্যকরী পরিষদ ৬ জন, উপদেষ্টামণ্ডলী ৭ জন নিয়ে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ধামরাই পৌরসভার এডমিন অফিসার আবুল বাশারের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার টিউটোরিয়াল হোম এর শিক্ষক দেলোয়ার হোসেন ও অধ্যায়ন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামের সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ভাগিনা সাবেক সরকারি কর্মকর্তা ধামরাই টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সিরাজুল হক দুলাল, সহ-সভাপতি অ্যাড.আবুল কালাম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী রাজিব হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক জায়েদী, সাংগঠনিক সম্পাদক ছাইদুল ইসলাম খান, ক্যাশিয়ার হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাবেক একাউন্টস অফিসার আব্দুল মান্নান, কোষাধক্ষ্য হামিদা আক্তার মুন্নি, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষিকা নুসরাত জাহান জুলিয়া, সমাজকল্যাণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক হিসেবে সঞ্চিতা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক দেব নারায়ণ দাস, সাংস্কৃতিক সম্পাদক ক্যান্ট পাবলিক স্কুলের ক্রীড়া শিক্ষক শেখ নজরুল ইসলাম তৈয়ব।
কার্যকরী পরিষদে মোহাম্মদ নুরুল ইসলাম, আফসার মোল্লা, পৌর মৎসদলের সভাপতি জাহিদুল হাসান রিপন, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ সচিবালয়ে কর্মচারি শাহিন।
সাত সদস্যের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন খান গিফট কর্ণারের স্বত্বাধিকারী আব্দুল ওয়াদুদ খাঁন অনু। বাকিরা হলেন মিতু লাইব্রেরির স্বত্বাধিকারী মেজবাহউল হক, মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসান, হার্ডিঞ্জ সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক আবুল হোসেন, প্রথম আলো পত্রিকার সহ-সম্পাদক মাহমুদ ইকবাল এবং আবু হানিফ।