শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভোল পাল্টালেন আ.লীগ নেতা শামীম, নিজেকে সাবেক ছাত্রদল নেতা দাবি
ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১০:০০ পিএম

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ভোল পাল্টিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। এবার তিনি নিজেকে ‘প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা’ হিসেবে দাবি করেছেন। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক অঙ্গনে। গত ৯ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে একটি পত্র প্রেরণ প্রসঙ্গে লিখিত আবেদনে আমিনুল হক শামীম এই দাবি করেন। 
   
সূত্রে জানা যায়, আমিনুল হক শামীম ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি। এছাড়াও তিনি এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। বিগত সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে তিনি ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।              

স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখিত আবেদনে আমিনুল হক শামীম বলেন, আমি একজন ব্যবসায়ী, তবে ২০১৬ সালে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। এর আগে আমি জামালপুর লেখাপড়া করাকালীন প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যক্তিগত আক্রোশে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্তা করছে।  

এই আবেদনে তিনি আরও বলেন, আমাকে অন্যায়ভাবে শহীদ সাগর হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে। অথচ মামলার বাদী এক পত্র মারফত জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন যে- আমি সাগর হত্যা মামলার সন্দেহভাজন আসামি নই। এই অবস্থায় আমার আবেদনটি তদন্তপূর্বক সুবিচারের প্রার্থনা করছি।    

তবে শামীমের ছাত্রদলের রাজনীতি প্রসঙ্গে জামালপুর জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন বলেন, আমিনুল হক শামীম জামালপুরের আশিক মাহমুদ কলেজে লেখাপড়া করেছেন বলে শুনেছি। তখন তিনি সেখানে ছাত্রদলের পদে ছিল বলে আমাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। যদি করেও থাকেন তবে বিগত সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নেতা হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। নির্বাচনও করেছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে। এখন অতীতের পদ-পদবির কথা বলে বিগত সময়ের অপকর্ম ঢাকার সুযোগ নেই।  

স্থানীয় একটি সূত্র জানায়, আমিনুল হক শামীম এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে বিগত কয়েক বছর আগে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তখন সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা করেছিলেন তিনি। পরবর্তীতে ওই মামলাটি আপস মীমাংসা হয়।     

তবে এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আমিনুল হক শামীমের বক্তব্য পাওয়া যায়নি। এ তাকে ক্ষুদেবার্তাও পাঠানো হয়।        

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, আমিনুল হক শামীম সাগর হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তিনি একাধিক মামলার সন্দেহভাজন আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন, তবে গ্রেপ্তার অভিযান চলমান আছে।    

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান বলেন, পুলিশ ও সিভিল প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওই আওয়ামী লীগ নেতা সরকারি বিভিন্ন দপ্তরে দরখাস্ত করছেন। অথচ তার বিরুদ্ধে একাধিক মামলাসহ নানা অপকর্মের জড়িত থাকার তথ্য রয়েছে। মূলত প্রশাসনকে বিব্রত করার উদ্দেশ্যেই তিনি নিজে এবং তার অনুগত অন্যদের দিয়ে এসব দরখাস্ত করে প্রপাগান্ডা ছড়াচ্ছেন।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com