প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম

দেশের কৃষিখাতকে প্রযুক্তি নির্ভর করতে পারলে তা কৃষি বিপ্লব বয়ে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ৪৩তম নতুন বিসিএস কৃষি ক্যাডারদের যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষি উপদেষ্টা বলেন, বর্তমান যুগে কৃষির উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। যদি কৃষিখাতকে প্রযুক্তি নির্ভর করা যায়, তবে তা দেশের কৃষি ব্যবস্থাকে বিপ্লবী পরিবর্তন এনে দেবে। আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারলে, দেশের কৃষি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নতুন কৃষি ক্যাডারদের উদ্দেশে কৃষি উপদেষ্টা বলেন, আপনারা জনগণের জন্য কাজ করবেন, তাই আপনাদের প্রথম লক্ষ্য হতে হবে কৃষকদের কল্যাণ এবং তাদের সমস্যার সমাধান। কৃষি খাতে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এছাড়া, তিনি আশ্বস্ত করেন যে, আগামী দিনে কৃষি ক্যাডাররা কৃষি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কৃষি খাতের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য কৃষি ক্যাডারদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেও জানান তিনি।