প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম

লাকী আক্তার, ছবি: সংগৃহীত
পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক নারী। এ ঘটনায় ঘাতক স্বামী নিজেও আত্মহত্যা চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া লাকী আক্তার স্বামীর হাতে নির্মমভাবে খুন হন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা।
প্রতিবেশী জেসমিন বেগম নামে এক নারী জানান, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা। বাঁচাও বাঁচাও চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েন লাকী আক্তার। রক্তমাখা তার সারা শরীর ক্ষতবিক্ষত। তার সঙ্গে স্বামী গোলাম মোস্তফাও। এর কয়েক মিনিট পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এসময় স্বামী গোলাম মোস্তফা যে চাকু দিয়ে স্ত্রীকে হত্যা করেন। তা দিয়ে নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
স্বজন এবং এলাকাবাসী জানান, গত ১৮ দিন আগে কুমিল্লার গৌরীপুরের বাসা থেকে ৬ বছরের শিশু জুনায়েদকে নিয়ে মতলব দক্ষিণের সারপাড় গ্রামের মামুন প্রধানিয়ার বাড়িতে ওঠেন লাকী আক্তার। আর সেই ছেলে নিয়ে যেতে কথা কাটাকাটির জের ধরে নির্মম এ হত্যাকাণ্ড। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এদিকে, মঙ্গলবার দুপুরে পুলিশ নিহত লাকী আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে। মূলত দুজনের একাধিক বিয়ে এবং পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ড। জানালেন, মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ।
জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের মৃত নজরুল ইসলাম ও কমলা বেগমের একমাত্র সন্তান লাকী আক্তার। তার প্রথম স্বামী আল আমিনের ঘরে আরেকটি সন্তান রয়েছে। আর ঘাতক স্বামী গোলাম মোস্তফার বাড়ি কুমিল্লার মুরাদনগরের দলিয়ারচর। পেশায় ট্রাকচালক।