প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।
রোববার বিকাল ৪টায় শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাদ্দাম হোসেন (৩০) কিশোরগঞ্জ জেলার মতলবপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন জানান, মরদেহের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। শুনেছি, স্থানীয়রা আরো একাধিক আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৪টা দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের রাস্তার উপর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি (রেজিঃ গাজীপুর থ - ১২-২০০২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সাদ্দাম মিয়া নামক একজন ঘটনাস্থলেই নিহত হয়। ওই সিএনজি থাকা চার জন আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিউটি ডাক্তার ফাহমিদা বলেন,সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত হাসপাতালে আনা হয়েছে।