রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
তিব্বতে ৭.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল নেপাল-বাংলাদেশও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:৪৪ পিএম

হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতের শিগাতসে শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এই বিষয়টি জানিয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে লোবুচে এলাকা। এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছ, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভারত ও নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে শক্তিশালী কম্পন নেপালের রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল থেকে এই শহরটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। খবরে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাঠমান্ডু বাসিন্দারা দল দলে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভয়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের লোবুচে এলাকায়। এটি চীনের তিব্বতের পাহাড়ি সীমান্তের কাছে অবস্থিত। তবে উৎপত্তিস্থল তিব্বত বা নেপাল হলেও এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও।

এর মাত্র চার দিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। এর আগে, গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com