প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৩:০৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ ভরি ৪ আনা স্বর্ণ ও ২ ভরি ওজনের রুপার গহনাসহ এক যুবককে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস হাসান (২২)। তিনি রায়গঞ্জ উপজেলার বাড়ইভাগ নয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, শনিবার রাত ৩টার দিকে রাত্রীকালীন চেকপোস্ট পরিচালনা করার সময় উপজেলার পাঙ্গাসী বাজারে সন্দেহজনক দুই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দিলে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। অপর ব্যক্তি জান্নাতুল ফেরদৌস হাসানকে আটক করা হয়।
পরে উপস্থিত বাজারের নৈশ প্রহরী ও স্থানীয় লোকজনদের সামনে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১টি স্বর্ণের হার, ১ জোড়া কানের গহনা,২ রকমের দুটি কানের দুল, একটি ব্রেসলেট, ১টি আংটি সর্বমোট ৪ ভরি ৪ আনা এবং ২ ভরি ওজনের ১টি রুপার চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত যুবককের নামে মামলা হয়েছে বলে জানান ওসি।