প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:১৪ পিএম

ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশ (টিসিবি) এর স্মার্টকার্ড বিতরণে অবৈধভাবে অর্থ নেওয়া ও অনিয়মের অভিযোগে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।
ইউনিয়ন পরিষদ সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা সদর উইনিয়নে ১০ জনের কাছ থেকে স্মার্টকার্ড বিতরণের সময় অনলাইনে কার্ড আপলোড করতে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম, গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।
আজ শুক্রবার রাত ৭টায় কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম জানান, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
শোকজ নোটিশে লেখা রয়েছে, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অবৈধভাবে অর্থ নেওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপাসিয়া সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সাথে এ বিষয়ে তিন কর্ম দিবসে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ জানান, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অন্তত ১০ জনের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে শোকজ করেছে।
এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টায় তিন বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।