শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৯:০৮ AM

ফিলিস্তিনের মাসজিদুল আকসার খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেছেন, বাংলাদেশের অনেক আলেম-ওলামাকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন ও জুলুম করা হয়েছে। মিথ্যা অপবাদে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সেই জুলুম-নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আমি বাংলাদেশের ওপর আল্লাহ তায়ালার শান্তি বর্ষণের দোয়া করছি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বারের রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর মুসলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন, মুসলমানদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আমি আমার দেশ ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন।

তিনি আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা মাসজিদুল আকসার খতিবের দায়িত্ব পালন করছি। আমি আল্লাহর রাসুল (সা.) এর সর্বকনিষ্ঠ চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বংশধর।

এর আগে ১৭৫ জন হাফেজকে পাগড়ি প্রদান ও চারজন আন্তর্জাতিক ক্বারিকে ক্রেস্ট, পাগড়ি ও সম্মাননা দেওয়া হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও বাবুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্যের শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ তায়ালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, পালনকর্তা নেই।

শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী সিরিয়া প্রসঙ্গে বলেন, প্রায় ৫০ বছরের ওপর সিরিয়াবাসীর ওপর জুলুম-নির্যাতন চলে আসছিল, আল্লাহর রহমতে সিরিয়াতে জুলুম দূর হয়েছে। সিরিয়াবাসীর ওপর আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়েছে। ইনশাল্লাহ ফিলিস্তিনও একদিন মুক্তি লাভ করবে।

মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কোরাইশী কাসেমী। বিশেষ মেহমানের বক্তব্য দেন সৌদি আরবের শায়েখ ওমর বিন আব্দুল লতিফ, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খয়রাবাদীসহ আরও অনেক আলেম-ওলামা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com