প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৫ পিএম

রাজধানীর কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের সাদপন্থিদের সব কার্যক্রম বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও শুরায়ী নিজাম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মুফতি কেফায়তুল্লাহ আজহারী এই দাবি জানান।
এসময় সাদপন্থিরা শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি উল্লেখ করে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
২৪ ঘণ্টার মধ্যে টঙ্গী ময়দানে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।