প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৯ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মেডিকেয়ার হাসপাতাল স্হানীয় চন্ডালহাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে সনমানিয়া ইউনিয়নের চন্ডালহাতা, আড়াল, কালিয়াব, ঘোষাব, কামারগাওসহ বিভিন্ন স্থানের ৫০০ রোগিদের চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার সভাপতি শাহ রিয়াজুল হান্নান।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চন্ডালহাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সভাপতি মো.মোশারফ হোসেন মৃধা, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, এড মীর সেলিম সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন ও তৈয়বুর রহমান প্রমুখ।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা.সালমা খাতুন,সার্জারী বিশেষজ্ঞ ডা.ফারুকুজ্জামান,নাক কান ও গলার চিকিৎসক মাহমুদুল হাসান সুজন,মেডিসিন বিশেষজ্ঞ ডা.তাসনিম তমা,ডা.শুভংকর দাস, ডা.ইমরান ফাহাদ, ডা.মহি উদ্দিন, ডা. সাকির, ডা. দিপ্ত, ডা. মরিয়ম, ডা. একেএম মহিদুল হক, মাইক্রোবায়োলজিষ্ট সাখাওয়াত হোসেন নাহিদ।
রিয়াজুর হান্নান,বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভেবে চিন্তে ভোট দিবেন। মেডিকেয়ার হাসপাতাল কতৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করায় এ এলাকার সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। তিনি আরো বলেন আজ যত প্রোগ্রাম করেছি সবচেয়ে ভালো প্রোগ্রাম এটি।