শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মাত্রা ৭ দশমিক ৪
শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পোর্ট ভিলা, সুনামি সতর্কতা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। দেখা দিয়েছে ভূমিধসও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।  

পোর্ট ভিলার বাসিন্দা ও সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি বলেছেন, ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও এই ভূমিকম্পটিকে ‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়’ বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের আঘাতে দেশজুড়ে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। তবে অন্তত একজনের মৃত্যুর অপ্রত্যাশিত খবর পাওয়া গেছে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে।

ম্যাকগ্যারি আরও জানান, ভিলা সেন্ট্রাল হাসপাতালের পুলিশ তাকে জানিয়েছে যে একজন মারা গেছেন। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের আশপাশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। যারা এখনও জীবিত থাকতে পারে, তাদের উদ্ধার করতে অভিযান চলছে।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল আমাদের বাড়ির ছাদ একেবারে ধসে পড়বে।আমরা এখানে প্রায়ই ভূমিকম্প অনুভব করি, কিন্তু এমনটা কখনো হয়নি। পুরো বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। কাঁচের দরজাগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এখন অনেক আফটারশক বা পরবর্তী কম্পন হচ্ছে।’

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পের দুই ঘণ্টার মধ্যে পোর্ট ভিলার আশপাশে কম্পনের মাত্রা ৪.৭ থেকে ৫.৫ পর্যন্ত চারটি আফটারশক হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু একটি নিচু দ্বীপপুঞ্জ, যা ফিজির পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পর হনুলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র  সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পাশ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকা সুনামির ঝুঁকিতে রয়েছে।

রাজধানীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফরাসি দূতাবাস এবং নিউজিল্যান্ডের হাইকমিশন একই কমপ্লেক্সে অবস্থিত। এসব ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com