শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নির্বাচনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে, জানিয়ে দিন: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন পেতে কতদিন অপেক্ষা করতে হবে আমাদের জানিয়ে দিন, আমরা অপেক্ষা করতে রাজি আছি।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা দেখেছি ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমাদের কতদিন অপেক্ষা করতে হবে, এটা আমাদের জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করতেও রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।

তিনি বলেন, আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। মানুষ বাঁচার রাস্তা খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটি যথাযথ। নির্বাচনে যারা অংশীজন তারা যদি চায় উনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন। সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনও কথা থাকতে পারে না। 

পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানের বক্তব্যের পরিপেক্ষিতে মির্জা আব্বাস বলেন, আপনি রাজনীতি করেন না। রাজনীতির ব্যক্তিত্বদের নিয়ে একটু সম্মান দিয়ে কথা বলুন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয় না। সুতরাং, রাজনীতির ব্যক্তিরা যা বলেন তা বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এ কথা ভাববেন না আমরা ক্ষমতায় যাবার জন্য লালায়িত। আজও বলি না, কখনোই বলবো না। আমরা চাই মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com