প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ পিএম

‘নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’, এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান কর্মসূচি শুরু হয়েছে।
প্রচারাভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছা সদর ইউনিয়নের চাপাতলা গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জের আয়োজন ও বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
উপজেলা নারী সামাজিক এসোসিয়েশন সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আব্দুর রহমান শেখ, তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা, উলাশী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ হারুন অর রশীদ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উলাসী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, ইউপি সদস্য আয়ুব হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৪ শতাধিক নারী-পুরুষ।