শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেবিচক-ল্যাবএইড গ্রুপ সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৫ পিএম আপডেট: ০৯.১২.২০২৪ ৭:৫৬ PM

ল্যাবএইড গ্রুপ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

অনুষ্ঠানে বেবিচকের পক্ষে সদস্য (প্রশাসন), (যুগ্মসচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ ও পরিচালক (প্রশাসন), (উপ সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং ল্যাবএইড গ্রুপের পক্ষে ডেপুটি ম্যানেজার মো. জাহিদুর রহমান ও কোর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।   

এই চুক্তির আওতায় বেবিচকের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গ (যেমন বাবা-মা, সন্তান) সকল প্যাথলজিক্যাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টে ৩০ শতাংশ ছাড় এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সোনোগ্রাম, ইকো এবং ইটিটি-তে ১৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়া ডিসকাউন্ট মূল্যে আউটডোর এবং ইনডোর সেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিষেবা ছাড়াও ডাক্তার এপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্স সেবা এবং হোম স্যাম্পল কালেকশন সেবাসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেবিচক এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সেবাসমূহ আরও উন্নত করার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বেবিচক চেয়ারম্যান এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com