বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ AM আপডেট: ০৫.১২.২০২৪ ৩:৩৭ PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির প্রথম সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (ডিসেম্বর ৪) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে সুপ্রিম কোর্ট এক বার্তায় জানায়, সাক্ষাৎকালে  প্রধান বিচারপতি  প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব  গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান।  

প্রধান বিচারপতি ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত  করেন। 

তিনি প্রধান উপদেষ্টাকে বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের  ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন এবং  রোডম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করেন। এছাড়া,  প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।  

আলোচনাকালে প্রধান উপদেষ্টা বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার ও  প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সকল পদক্ষেপসমূহ গ্রহণ করেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং এদেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে বিচারসেবা পেতে সক্ষম হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com