প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৫২ পিএম | অনলাইন সংস্করণ
ভারত ক্রিকেট দল আয়োজক দেশ পাকিস্তানে যাবে না বলার পর থেকে অচলাবস্থায় পড়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) ভার্চুয়াল বোর্ড মিটিং করে আইসিসি। তবে সেই সভা মাত্র ‘২০ মিনিটেই’ পণ্ড হয়ে গেছে!
সভায় কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি বলে সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। সভার আগেই ‘হাইব্রিড মডেল’ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেইসঙ্গে আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প যা বাস্তবায়নযোগ্য তেমন প্রস্তাব দিতে বলেছিল পিসিবি।
ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির সভায় ১২ পূর্ণ সদস্য দেশ ও তিনটি সহযোগী দেশের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আরেকটি সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে (পরবর্তী) সভার স্থায়ীত্ব হতে পারে। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দোলাচল কাটাতে কঠোর সাধনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার কিংবা কয়েকদিনের মধ্যে এই সভা আবারও অনুষ্ঠিত হতে পারে।
ক্রিকেটভিত্তিক আরেক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার ডাকা আইসিসির সভাটি ১৫ মিনিটের কম সময় স্থায়ী হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে— পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্মকর্তারা আরও কয়েকটি বোর্ড সদস্যদের সঙ্গে বসে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা চালাবে। সেই সমাধানটি হতে হবে ভারত-পাকিস্তান উভয় দেশের সরকারের অনুমোদন পাওয়ার মতো।