সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সেন্ট গ্রেগরির স্কুল খুলছে শনিবার, বন্ধ থাকবে কলেজ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১:৫৮ পিএম

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে অতর্কিত হামলা-ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা শনিবার (৩০ নভেম্বর) থেকে চালু হচ্ছে। তবে বন্ধ থাকবে কলেজ শাখা। ওই দিন থেকে স্কুলের প্রভাতী ও দিবা শাখার পরীক্ষা সংশোধিত রুটিন অনুযায়ী চলবে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী শনিবার থেকে সংশোধিত রুটিন অনুসারে প্রভাতী শাখা ও দিবা শাখার (মর্নিং শিফট ও ডে শিফট) বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হবে। কলেজ শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণির সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

তবে স্থগিত থাকা প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি লটারি কবে হবে, তা জানানো হয়নি।

নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা

শিক্ষা প্রতিষ্ঠানটিতে গত ২৪ নভেম্বর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্তৃপক্ষ। 

বিশেষ নির্দেশনা বলা হয়, সব বাবা-মা ও অভিভাবককে অনুরোধ করা হচ্ছে, আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়ে তাকে বিদ্যালয়ে পৌঁছে দেবেন। পরীক্ষা শেষে সঙ্গে করে বাসায় নিয়ে যাবেন।

অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে সর্বস্তরের সবাইকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার জন্য পবিত্র হলি ক্রস সংঘ ও সেন্ট গ্রেগরি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যক্ষ।

জানা যায়, গত ২৪ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ঢুকেও অতর্কিত ভাঙচুর চালানো হয়। এতে প্রতিষ্ঠানের ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় তলার শিক্ষকদের একটি কক্ষে অগ্নিসংযোগ করা হয় এবং ক্যান্টিনে ভাঙচুর ও টাকা লুট করা হয়। হামলা-ভাঙচুরে প্রতিষ্ঠানটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ২৫ ও ২৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি স্থগিত করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com