বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হাসনাত-সারজিসকে ‘হত্যাচেষ্টা’র প্রতিবাদে বিক্ষোভ, ৪ দফা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:০৪ AM আপডেট: ২৮.১১.২০২৪ ১০:১৭ এএম

ঢাকা: সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ‘হত্যাচেষ্টা’র প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এর আগে, সন্ধ্যায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে হাসনাত-সারজিসদের গাড়িবহরের একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় ট্রাক।

এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ উল্লেখ করে তাৎক্ষণিক বিক্ষোভ ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দু-মুসলমানের সম্প্রীতি ভাঙার চেষ্টা করে নীলনকশা আঁকা হয়েছে।  

তিনি বলেন, মানুষ দেখিয়ে দিয়েছে, তারা বিদেশিদের পাতা ফাঁদে পা দেবে না। হিন্দু-মুসলিম, সমতল-আদিবাসী- আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশকে রক্ষার জন্য জীবন দেব।

তিনি আরও বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। বাংলাদেশে ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক, কোনো সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেওয়া হবে না।

এ সময় তিনি চার দফা দাবি উপস্থাপন করেন। প্রথমত, বাংলাদেশের হিন্দুদের হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

তৃতীয়ত গত ১৫ বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। চতুর্থত সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাবমুক্ত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা এদেশের সার্বভৌমত্বের পাহারাদার, তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এদেশে কেউ দিল্লির দালালি বরদাশত করবে না। তারা ভেবেছে, হাসনাত-সারজিসকে সরিয়ে দিলেই বিপ্লব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না, একজনকে সরিয়ে দিলে হাজার জন দাঁড়িয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দিন সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদের প্রমুখ।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com