প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভুক্তভোগীরা ঢালাও মামলা দিচ্ছে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতে সরকার বিব্রত হচ্ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ নজরুল।
তিনি বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে সরকার একটি আইন করছে। ২০০৮ সালে বিচারক নিয়োগ আইনের একটি খসড়া করা হলেও বিগত ফ্যাসিস্ট সরকার তা বাস্তবায়িত করেনি।
ওই আইনটিকেই যুগোপযোগী করে নতুন আইন হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এই আইনের অধীনেই নতুন বিচারক নিয়োগ হবে।