শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাসসের নতুন চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম

প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
দেশের প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেক সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‌‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনার কপিলমুনির কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, মাদ্রাসা এতিমখানা হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। পাইকগাছা-কয়রার দল মত নির্বিশেষে আপামর সাধারণ মানুষ আনোয়ার আলদীনের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন।

আনোয়ার আলদীনের মতো প্রখ্যাত সাংবাদিককে বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেস্টা নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামসহ সরকারের সংশ্লিস্ট সকলকে অফুরন্ত ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ খুলনাবাসী। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‌বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী ৩ বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।

সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন- 

১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।
২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৪. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৫. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)।
৭. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা।
৮. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত, ঢাকা।
৯. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর।
১০. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি।
১১. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা।
১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com