মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আলেমরা যে কারণে বিড়াল পালেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২:১৪ পিএম

শায়খ আহমদুল্লাহ থেকে শুরু করে মাওলানা তারেক জামিল বা মুফতি মেনক ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় অনেক বিড়াল নিয়ে ছবি পোস্ট করেছেন। বেশ কিছু সময় আগে ভাইরাল হওয়া একটি ভিডিও সবার মনে আছে। যেখানে দেখা যায়,নামাজরত অবস্থায় ইমামের বুকের উপর একটি বিড়াল উঠে যায় এবং ইমামও বিড়াল টিকে পরম আদর করে কাধে তুলে নিয়েই নামাজ পড়াচ্ছেন। 

কিন্তু কখনও কি প্রশ্ন জেগেছে আলেমরা কেন বিড়ল পালন করেন? বা বিড়াল নিয়ে ইসলামে কি বলা আছে? ধারণা করা হয় আজ থেকে প্রায় ১২ হাজার বছর আগে প্রথম মানুষ বিড়াল পালা শুরু করে।

বর্তমানে যত বিড়াল দেখা যায় এরা মূলত মধ্যপ্রাচ্যের বন বিড়ালের বংশধর। প্রাচীন মিশরীয় সভ্যতায়ও বিড়াল পালনের প্রমাণ পাওয়া যায়।মূলত কৃষকরা ইঁদুরের হাত থেকে তাদের ফসল বাঁচাতে বিড়াল পালা শুরু করে। একইভাবে ইঁদুরের হাত থেকে বাঁচতে জাহাজের নাবিকরাও বিড়াল নিয়ে ভ্রমণ করতেন। ফলে,বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে গৃহপালিত এই প্রাণীটি।

ইসলামে বিড়ালের একটি বিশেষ স্থান আছে।এদেরকে পবিত্র প্রাণী হিসেবে ঘোষণা করেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত মহানবী (সা.) বলেন, বিড়াল নামাজে বিঘ্ন ঘটায় না,কারণ এরা ঘরের জন্য উপকারী। কোনো কোনো বর্ণনায় এসেছে মহানবী (সা.) ওযুর পাত্র থেকে যখন কোনো বিড়াল পানি খেতো তিনি সেই পানি দিয়েই ওযু করতেন।

মহানবী (সা.) এর একজন সাহাবী ছিলেন যার নাম ছিলো আব্দুর রহমান।তিনি বিড়াল পছন্দ করতেন আর সবসময় তার সাথে বিড়াল থাকতো।একদিন তিনি তার জামার ভেতর একটি বিড়াল ছানা লুকিয়ে মসজিদে আসলেন।কিছুক্ষণ পর সেই বিড়াল তার জামা থেকে বের হয়ে মসজিদে ছোটাছুটি করা শুরু করলো।মহানবী (সা.) এ ঘটনা দেখে তাকে আবু হুরায়রা নামে ডাকেন।যার অর্থ বিড়ালের পিতা। আব্দুর রহমান (রাঃ) এই নামটি এতোই পছন্দ হয় যে তিনি পরবর্তীতে নিজের নাম আবু হুরায়রা রাখেন।ইনিই হচ্ছেন সেই বিখ্যাত আবু হুরায়রা (রা.) যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন।

মহানবী (সা.) এমন একজন মহিলার কথাও বলেন যে দোজখে যাবে। কারণ, সে একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে খাবার দেয় না।এমনকি ছেড়েও দেয় না।ফলে বিড়ালটি ওই অবস্থায়ই মারা যায়। এছাড়াও মহানবী (সা.) কোনো অর্থের বিনিময়ে বিড়াল কেনাবেচা করা একদম নিষেধ করেছেন।

ইসলামের দৃষ্টিতে বিড়াল একটি পবিত্র প্রাণী।কারণ বিড়াল সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে।এরা নিজেরাই নিজেদের পরিষ্কার রাখে। শুধু তাই না এরা যেখানে সেখানে না বরং নির্দিষ্ট স্থানে মলমূত্রত্যাগ করে আর তা ঢেকে দেয়। ফলে দুর্গন্ধ জীবাণু ছড়ানোর ভয় থাকে না। এ কারণেই দেখা যায় অনেক আলেমরা বিড়াল পালেন। এমনকি মদিনায় মসজিদে নববীতে মানুষের পাশাপাশি বিড়ালেরও বিচরণ রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com