মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জয়ের পথে ট্রাম্প, সম্ভাবনা কমছে কমালার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার অন্যতম হচ্ছে এই জর্জিয়া।

এতে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের হোয়াইট হাউস দখলের পথ আরও সরু হয়ে গেল। 

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন, বিবিসি ও আল জাজিরা।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র জর্জিয়ায় জয়ী হবেন বলে সিএনএন জানিয়েছে। জর্জিয়ায় ১৬টি ইলেক্টরাল ভোট রয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে কমপক্ষে ২৭০টি ইলেক্টরাল ভোট লাগবে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন এই রাজ্যে জয় পেয়েছিলেন এবং এটি তাকে সেসময় হোয়াইট হাউস দখলে সহায়তা করেছিল। মূলত গত প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যে জিতেছিলেন এবং সেটি আবার মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে।

এছাড়া আরেক ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনাতেও ট্রাম্প জয়ী হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত ট্রাম্পের ইলেক্টরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে। আর কমালা হ্যারিসের ইলেক্টরাল ভোটের সংখ্যা রয়েছে ১৮৭টিতে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।

বর্তমানে, কাতারভিত্তিক সংবাদমাধ্যমের সর্বশেষ আপডেট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে, যার মধ্যে ২৭০টি ভোট প্রার্থীকে জয়ী ঘোষণা করার জন্য প্রয়োজন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দিকে কেন্টাকি ও ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন ভোটবুথ থেকে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে, যা সারা দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com