প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকায় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায দিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে দুই সদস্যের একটি মেডিকেল টিম।
ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন তারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) নিটোরে ভর্তি রোগীদের পর্যবেক্ষণ এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় আলোচনা করেন তারা।
এ বিষয়ে নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দল হাসপাতালে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত পোষণ করেছেন।
এদের মধ্যে ১৪/১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল তারা বিস্তারিত প্রতিবেদন দেবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক টিমটি ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।