প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৫১ পিএম

ঢাকা মহানগর উত্তরসহ চারটি মহানগর কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ছাড়া ছয় জেলায় কমিটি দেওয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা মহানগর উত্তরসহ চারটি মহানগর কমিটি দিয়েছে বিএনপি। এ ছাড়া ছয় জেলায় কমিটি দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে কোথাও পূর্ণাঙ্গ, কোথাও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মহানগর কমিটিগুলো হলো ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি।
জেলা কমিটিগুলো হলো মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি। এদিকে আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক (দপ্তর) ও মোস্তফা জামানকে সদস্যসচিব করা হয়েছে।