প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৩:০৪ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেঙকারের বাসিন্দা, নাম তার কান। তিনি পেশায় কৃষক। একের পর এক বিয়ে করায় অনেকে তাকে ‘ইন্দোনেশিয়ার প্লেবয় কিং’ নামে ডাকে।
তিনি প্রথম বিয়ের পিড়িতে বসেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। জীবনের ৬১টি বছর ইতোমধ্যে পার করে ফেলেছেন। এই বয়সের মধ্যে এখন পর্যন্ত বিয়ে করেছেন ৮৭টি। এখন ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
দেশটির একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, বয়সে দুই বছরের বড় ছিল কানের প্রথম স্ত্রী। তার ওই স্ত্রী বিচ্ছেদ নেন বিয়ের দুই বছরের মাথায়। ‘দুর্বল মানসিকতার’ কারণে স্ত্রী তাকে ছেড়ে যান। কান অবশ্য তার এই ‘দুর্বল মানসিকতার’ ব্যাখ্যা দেননি।
কান স্বীকার করেন তিনি বেশ রেগে যান এ ঘটনায়। তাই, তিনি চেয়েছিলেন ‘আধ্যাত্মিক’ জ্ঞান, যাতে বহু নারী তার প্রেমে পড়ে।
কান বলেন, তিনি এমন কিছু করতে চাননি, যা নারীদের জন্য ভালো হবে না। তিনি নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন।
অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো। বলেও জানান এই ব্যাক্তি। শিগগিরই ৮৮ বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কান। মজার বিষয় হলো, এবার তিনি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করছেন। ওই নারী কানের ৮৬তম স্ত্রী ছিলেন। সে সময় বিয়ের এক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের।
সংবাদমাধ্যমকে কান জানান, মূলত নিজের স্ত্রী ফিরতে চাওয়ায় তিনি অমত করতে পারেননি বলেই বিয়েতে রাজি হয়েছেন।
তিনি বলেন, যদিও আমাদের বিচ্ছেদের অনেক দিন হয়ে গেছে, তবুও আমাদের মধ্যে ভালোবাসা এখনও দৃঢ়। সূত্র: এনডিটিভি