মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বের ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেসকো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম

গত ১৮ বছরে (২০০৬ থেকে ২০২৪ সাল) বিশ্বজুড়ে প্রায় এক হাজার ৭০০ জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ মামলা আদালত পর্যন্ত পৌঁছায়নি। হয়নি অনেক মামলায় বিচারও। 

এ অবস্থায় বিশ্বের সব দেশকে সাংবাদিক হত্যার দায়মুক্তি অবসানের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছে ইউনেসকো।

শনিবার (২ নভেম্বর) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এবারের গাজা যুদ্ধে গত কয়েক দশকের মধ্যে সর্বাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এ সময় সাংবাদিকদের নিরাপত্তা ও অপরাধ তদন্তপূর্বক বিচার করতে জরুরিভাবে ব্যবস্থা নিতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক নিহতের ঘটনায় দায়মুক্তির হার অব্যাহত আছে। বর্তমানে এই হার ৮৫ শতাংশ থাকলেও, ৬ বছর আগে ছিল ৮৯ শতাংশ এবং ১২ বছর আগে ছিল ৯৫ শতাংশ।

দ্বিবার্ষিক এই প্রতিবেদনে ২০২২-২৩ সালে মোট ১৬২ সাংবাদিক নিহতের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ ঘটনা সশস্ত্র সংঘাতের মধ্যে ঘটেছে। এর বাইরে বেশিরভাগই অপরাধ, দুর্নীতি, বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, উদ্বেগজনকভাবে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক নিহত হয়েছেন।

ইউনেসকোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, ২০২২-২৩ সালে প্রতি চার দিন একজন সাংবাদিক নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে কখনোই দায় দেওয়া হবে না। এই অপরাধগুলো যেন শাস্তির বাইরে না থেকে যায়, তা নিশ্চিত করতে আমি সব সদস্য রাষ্ট্রকে আরও ভূমিকা রাখার আহ্বান জানাই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com