মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ৯ আষাঢ় ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফুটবলের উন্নয়নে নিজের লক্ষ্যের কথা জানালেন তাবিথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:২৯ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল, যিনি দীর্ঘ ১৬ বছরের সালাহউদ্দিন যুগের অবসান ঘটিয়ে এই দায়িত্বে আসীন হয়েছেন। ফুটবল উন্নয়নের জন্য আগামী চার বছরে দায়িত্ব পালন করবেন তিনি। সভাপতি হয়ে ফুটবল উন্নয়নে নিজের নানান লক্ষ্যের কথা শোনালেন।

নির্বাচিত সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতিকে পাশে রেখে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাবিথ শুরুতে বলেছেন, ‘বিগত জুন-জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদেরকে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।’

প্রত্যাশা পূরণে কাজ শুরু করতে চাইছেন তাবিথ, ‘আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারশেনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন করা শুরু করছি।’ 

বাফুফে তে সংস্কার আনার ঘোষণা দিয়ে তাবিথ বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার পদক্ষেপ হাতে নিবো। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উঁচু লেভেলে চলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।’ 

গঠনতন্ত্র সংশোধন নিয়ে আরও বললেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ৩৬০ ডিগ্রি পোগ্রাম আপনাদের সামনে এনেছেন। উনার ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিবো। এবং অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’ 

বাফুফের দায়িত্বে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিন,এমন প্রশ্নের উত্তরে তাবিথ বলেন, ‘ডেলিগেটরা আমাদের যে ছয়জনকে নির্বাচন করেছেন, আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটা নিয়ে আমি বিশ্বাস করি, কোনও কাজই চ্যালেঞ্জিং না। প্রত্যেকেই প্র্রত্যেকের চ্যালেঞ্জ মোকাবেলা করবো এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করবো।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com