বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ২৮ কার্তিক ১৪৩১

শিরোনাম: আকস্মিকভাবে জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ   নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা   দেড় লাখ টাকায় মালয়েশিয়ায় ‘শ্রমিক পাঠানো সম্ভব’   জলবায়ু সংকট মোকাবিলায় নতুন অর্থনৈতিক কাঠামোর আহ্বান ড. ইউনূসের   কাকরাইল মসজিদ নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন জুবায়েরপন্থিরা   জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম: মাহফুজ আলম   পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন সুপ্রিম কোর্টের ৪ আইনজীবী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মেয়র নির্বাচনে পাওয়া যাচ্ছে না প্রার্থী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫:০৩ পিএম আপডেট: ২৬.১০.২০২৪ ৫:২১ পিএম | অনলাইন সংস্করণ

জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আর যারা রাজনীতি করেন, তাদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। জনপ্রতিনিধির লড়াইয়ের সুযোগ পেলে তারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। আর কোনো শহরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে নিশ্চিত জয়ের যদি সম্ভাবনা থাকে, তাহলে তো কারোরই সুযোগ ছেড়ে দেওয়ার কথা নয়।

কিন্তু অবিশ্বাসী হলেও সত্য যে, এবার কানাডার সাসকাচুয়ান শহরের পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাউকে পাওয়া যাচ্ছে না। আসন্ন নভেম্বরের এ নির্বাচনে দুই দফা সময় বাড়িয়েও প্রার্থীর খোঁজ মিলছে না।

দেশটির স্থানীয় কর্মকর্তারা জানান, মেয়র জর্জ উইলিয়ামস ২০২১ সালের নভেম্বরে নির্বাচিত হন। তিনি এ বছর অবসরে যাবেন। এর মধ্যে টাউন কাউন্সিলে উন্মুক্ত স্পটে প্রার্থী চাওয়া হলেও এখনো পাওয়া যায়নি।

স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ মনোনয়নপত্র বিক্রির কাজও শুরু করে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ মেয়র পদে নির্বাচনে লড়ার আগ্রহ দেখাচ্ছেন না। কিনছেন না মনোনয়নপত্র।

সাসকাচুয়ানের কাইলি শহরের কর্মকর্তারা বলছেন, ২০২১ সালে নির্বাচিত বর্তমান মেয়র জর্জ উইলিয়ামস চলতি বছর অবসরে যাচ্ছেন। কিন্তু এখনো কেউ এই অফিসে জনপ্রতিনিধি হয়ে বসার আগ্রহ দেখাননি।

তারা বলছেন, এই শহরের মেয়র নির্বাচন করার মতো কোনো প্রার্থীও খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রধান প্রশাসনিক কর্মকর্তা আম্বার ডাসনি বলেন, মেয়র পদের জন্য দুই দফায় মনোনয়নপত্র কিনতে শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একজনও মনোনয়নপত্র কেনেননি বা অনলাইনেও আবেদন করেননি।

ডাসনি স্থানীয় গণমাধ্যম সিকম–এএমকে বলেন, ‘বিষয়টি কিছুটা উদ্বেগের। তবে আমি আত্মবিশ্বাসী, কেউ না কেউ শেষ পর্যন্ত এগিয়ে আসবেন।’

ডাসনি বলেন, আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী পাওয়া না গেলে মেয়র কার্যালয়ের কাজ দেখভাল করতে একজন ডেপুটি মেয়র নির্বাচন করবে কাউন্সিল।

ডাসনি আরও বলেন, ‘ওই সভায় আমরা উপনির্বাচনের জন্য আবার একটি তারিখ নির্ধারণ করব। মেয়রের শূন্য পদ পূরণ না হওয়া পর্যন্ত আমরা উপনির্বাচনের তফসিল দিয়েই যাব। অন্যান্য কাউন্সিলর পদে ভোটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]