শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাকিব দেশে ফিরছেন নাকি ফিরছেন না?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:৩৭ AM আপডেট: ১৭.১০.২০২৪ ৩:১১ এএম

সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ১৭ অক্টোবর রাতে বাংলাদেশে পা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে কিছুটা শঙ্কা সৃষ্টি হয়েছে।

ভারত সফরে টেস্ট অবসরের ঘোষণা দেন সাকিব। বিদেশে ঘোষণা দিলেও ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। যদিও তার দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারা নিয়ে ছিল অনিশ্চিয়তা। অনেক আলোচনা শেষে সেই অনিশ্চয়তা কেটে যায়, সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়। 

এরপর বুধবার তাকে দলে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র টিবিএসকে জানিয়েছিল, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা এসে পৌঁছাবেন সাকিব। এর আগের দিন বিসিবির এই সূত্রই টিবিএসকে জানায়, সাকিবের দেশের আসার ব্যাপারটি  নিশ্চিত। তবে তিনি নিজে থেকেই তারিখটি গোপন রেখেছেন।

বুধবার বিসিবির একজন পরিচালকও এমনই তথ্য দেন। কিন্তু শেষ মুহূর্তে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো বুধবারের বিক্ষোভ ও ভবিষ্যতে আরও বিক্ষোভ হওয়ার হুমকির কারণে। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়েছে, জনরোষের কারণে নিজের নিরাপত্তা নিশ্চয়তা বিবেচনায় সাকিবকে ঢাকায় না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাকিবকে যেন স্টেডিয়ামে না ঢুকতে না দেওয়া হয়, এ জন্য বিসিবির কাছে আবেদন জানাবে শিক্ষার্থীরা। প্রতিবাদকারী শিক্ষার্থী দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে একটি চিঠি জমা দিতে যাবেন তারা। সাকিবকে স্টেডিয়ামে প্রবেশ করতে না দেওয়ার অনুরোধ জানানো হবে চিঠিতে। অন্যান্য শিক্ষার্থীদের বিসিবিতে আসার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তার দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখেন না বলে জানান তিনি। এ ছাড়া সাকিবকে রাজিনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বানও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অবস্থান পরিষ্কার করাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরব থাকায় দুঃখ প্রকাশ করেন সাকিব।

জাতীয় দলে খেলার পাশাপাশি একজন সংসদ সদস্যও ছিলেন সাকিব। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচত হন তিনি। গত আগস্টে ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় নাম আসে সাকিবের, তাকে ২৮ নম্বর আসামি করা হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com