সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কক্সবাজারের সী পার্লে সিটি ব্যাংকের বিনিয়োগে অর্থ লোপাট ও জালিয়াতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম আপডেট: ২০.০৯.২০২৪ ৪:০১ এএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি ২০২৩ সালে কক্সবাজারভিত্তিক সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারে প্রায় ৮৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। শেয়ারটির দাম কমে যাওয়াতে সিটি ব্যাংকের বিনিয়োগ এখন ২০ কোটি টাকার নিচে নেমে গেছে। এতে সিটি ব্যাংকের ক্ষতি হয়েছে ৬৫ কোটি টাকা। 

এই বিনিয়োগের অনুমতি দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সী পার্লের মতো প্রতিষ্ঠানে এতো বড় বিনিয়োগের অনুমতি দেওয়ায় সিটি ব্যাংকের এই ক্ষতির জন্য মাসরুর আরেফিনকে দায়ী করেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের। 

ব্যাংক কর্মকর্তাদের দাবি, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দ্বিতীয় মেয়াদে এমডির দ্বায়িত্ব নেওয়ার পরই স্বেচ্ছাচারী হয়ে উঠেন তিনি। অর্থ লোপাট ও এমডির পদ আকড়ে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের নিয়ে আসেন পরিচালনা পর্ষদে যুক্ত করে গড়ে তুলেন শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের উপর পুঁজি করে সিটি ব্যাংকে কায়েম করেন এমডি মাসরুর আরেফিন নেতৃত্বাধীন একনায়কতন্ত্র শাসনব্যবস্থা। ব্যাংকে একক প্রভাব খাটিয়ে সী পার্লের মতো একটি লোকাসানী প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে হাতিয়ে নেন ৬৫ কোটি টাকা। 

এদিকে, সিটি ব্যাংক কেন এবং কীভাবে সী পার্লের শেয়ারে বিনিয়োগ করেছে, তা নিয়ে ব্যাংকটি এখন নিজেই তদন্ত শুরু করেছে। ব্যাংকটি বলছে, সী পার্লের শেয়ারে ব্যাংকটির শেয়ারবাজারে বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশ। যা ব্যাংকটির শেয়ারবাজারে বিনিয়োগের নিয়মনীতির ব্যত্যয় ঘটেছে।

তদন্তে দেখা গেছে, কক্সবাজারভিত্তিক হোটেলটি ঋণ বা বন্ড পরিশোধে খেলাপির হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। এরপরও প্রতিষ্ঠানটির শেয়ারে সিটি ব্যাংক কেন এত বড় অংকের টাকা বিনিয়োগ করেছে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, কারসাজির মাধ্যমে শেয়াররটির দাম যখন কৃত্রিমভাবে বাড়ানো হয়, তখনই সিটি ব্যাংক কোম্পানিটির শেয়ার কিনেছিল। এখন শেয়ারের দাম অনেক কমে গেছে। যার ফলে ব্যাংকটি শেয়ারটিতে বড় লোকসানের মুখে পড়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ নাগাদ সিটি ব্যাংক সী পার্লের শেয়ার কিনেছিল। তখন শেয়ারটির দাম ছিল ১৮০ টাকার ওপরে। এখন শেয়ারটির দাম প্রায় চার ভাগের এক ভাগের নিচে নেমে গেছে। যার কারণে শেয়ারটিতে বিনিয়োগ করে সিটি ব্যাংকের ৮৬ টাকার বিনিয়োগ এখন ২০ কোটি টাকায় নেমে গেছে। সিটি ব্যাংকে কর্মকর্তারাই চড় দামে সী পার্লের শেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। 

তারা অভিযোগ করছেন, সী পার্লের শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্তের কারণে শেয়ারটির কারসাজিকারিরা বেশি দামে ব্যাংকটির কাছে শেয়ার বিক্রির সুযোগ পেয়েছে। কয়েকটি ব্রোকারেজ হাউস ও কয়েকজন ব্যক্তি কোম্পানিটির শেয়ারের দাম নিয়ে কারসাজিতে জড়িত বলে গণমাধ্যমের  প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছিল।

বিএসইসি’র এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গুজব ও কারসাজির ওপর ভিত্তি করে ২০২৩ সালে শেয়ারটির দর বাড়ানো হয়েছিল। কিন্তু অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নিয়ন্ত্রক সংস্থা কারসাজিকারীদের কেবল সতর্কই করেছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা বলেন, কোনো অবস্থাতেই ব্যাংক এই ধরনের শেয়ার কিনতে পারে না, কারণ যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হয় তাতে কাউকে না কাউকে শেষ পর্যন্ত লোকসানে পড়তে হয়। 

তিনি প্রশ্ন করেন, ‘একটি ব্যাংক কেন তার আমানতকারীদের অর্থ দিয়ে এই শেয়ার কিনবে?’

এদিকে সী পার্লের অডিটর তাদের অডিট রিপোর্টে মতামত দিয়েছেন যে, তারা ২০২২-২৩ সালের আর্থিক প্রতিবেদনে কিছু বস্তুগত ভুল তথ্য খুঁজে পেয়েছেন। হোটেলটির দীর্ঘমেয়াদি ঋণ, স্বল্পমেয়াদি ঋণ, বন্ড পেমেন্ট, লিজ ফাইন্যান্স ও আনুষঙ্গিক অন্যান্য পাওনা মিলিয়ে ৫৬৫ কোটি টাকার মতো ঋণের মধ্যে রয়েছে।

এই ধরনের একটি কোম্পানিতে কেন বিনিয়োগ করা হলো এই ধরনের প্রশ্নের একটি লিখিত উত্তরে সিটি ব্যাংক বলেছে, সী পার্লের শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় ২০২৩ সালে ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এটি জানার পর এই শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শামীম এন্টারপ্রাইজের (প্রা.) ৩০ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করে সী পার্ল। এতে কোম্পানিটি বছরে ১৮ কোটি টাকা বাড়তি মুনাফা পাবে বলে ধারণা করা হয়েছিল।

কোম্পানিটির আরও ঘোষণা করেছিল, জেম গ্লোবাল ইল্ড এলএলসী সী পার্লের শেয়ার কিনবে এবং সংশ্লিষ্ট ক্রয় চুক্তিটি বিএসইসি ও ডিএসই অনুমোদন দিয়েছিল।

একটি শীর্ষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা কেন বাস্তবায়ন হয়নি তা বিএসইসির খতিয়ে দেখা উচিত।

এদিকে সী পার্ল বেশি লাভের পূর্বাভাস দিলেও হোটেলটির আয় আসলে কমেছে। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির নিট মুনাফা ৪২.৫০ শতাংশ কমে ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী গণমাধ্যমকে বলেন, জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রির জন্য কমিশন কিছু শর্ত দিয়েছিল। কোম্পানিটি তা পূরণ করেনি। তাই বিক্রি সম্পন্ন হয়নি।

সি পার্লে বিনিয়োগে ব্যর্থতা প্রমাণিত হলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে মাসরুর আরেফিন বলেন, আমি কেন পদত্যাগ করবো? আমি কি চোর নাকি? আপনি আমাকে চিনেন আমি কোন টাইপের মানুষ। আমি কি এস আলমের ব্যাংকের এমডি, আমি দুই নম্বর, দুবৃত্ত? দেশের একটি শ্রেষ্ঠ ব্যাংক বানিয়েছি, সারাদেশে কেউ ১ টাকা ডিপোজিট পায় না। শেখ হাসিনা পতনের পর দেড় হাজার কোটি টাকা ডিপোজিট বেড়েছে। সিটি ব্যাংক প্রথম ৮ মাসে প্রফিট করেছি ১৩৩৬ কোটি টাকা।

৬৫ কোটি শেয়ার বাজারের লোকসান সময়ে সাথে উঠে আসবে দাবি করে তিনি বলেন, ইতিমধ্যে লোকসানের ২৮ শতাংশ ফেরত পেয়েছেন। 

সঠিক তথ্য বের করতেই তদন্ত শুরু করেছেন জানিয়ে মাসরুর আরেফিন ভোরের পাতাকে বলেন, ইউনাইটেড গ্রুপের ব্রোকারেজ হাউসের মতো বড় প্রতিষ্ঠান কেন সিটি ব্যাংক থেকে ভুলভাবে বিনিয়োগ করিয়েছে। এর সাথে কারা কারা জড়িত ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা ও ব্যাংকের কেউ সংশ্লিষ্ট থাকলে আইনগত ব্যবস্থা ও দুদকে মামলা করবেন বলেও জানান তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com