শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১

শিরোনাম: পেশায় শিক্ষক হলেও প্রতারণায় বিজ্ঞ জামান মিয়া    সাকিব দেশের মাটিতেই পূর্ণ নিরাপত্তায় অবসর নেবেন, চাওয়া আসিফের    বাংলাদেশে প্রথম ড্রোন কারখানা স্থাপনের চুক্তি    চার বছর পর জুমা পড়াচ্ছেন খামেনি, বড় ঘোষণা আসছে    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায়    হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার    যুক্তরাষ্ট্রে আড়াই কোটি টাকায় লবিস্ট নিয়োগ জয়ের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

অতিশী মারলেনা ও অরবিন্দ কেজরিওয়াল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারত আরও এক নারী মুখ্যমন্ত্রী পেল। অতিশী মারলেনা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে ভারত দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী পেল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির পরিষদীয় বৈঠকের পর অতিশী মারলেনার বিষয়ে সবুজ সংকেত দেন অরবিন্দ কেজরিওয়াল। 



অপরদিকে এদিন বিকেলেই দিল্লির উপ-রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন অরবিন্দ।

রোববার (১৫ সেপ্টেম্বর) আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, জনগণ যদি তাকে আবার বেছে নেয় তবেই তিনি মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন। আগামী কয়েক মাসের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই ভোটে যদি অরবিন্দকে দিল্লীবাসী বেছে নেন অর্থাৎ আম আদমি পার্টি যদি ফের ক্ষমতায় ফেরে তবেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।

তবে রোববার অরবিন্দের এ ঘোষণার পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে পাঁচজনের নাম উঠে এসেছিল। সেখানে অরবিন্দের স্ত্রীর নাম নিয়েও চর্চা চলছিল। তবে সবাইকে পেছনে ফেলে অতিশী হতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তখনও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। তিনি ছিলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও পদটি ধরে রেখে দিয়েছিলেন। কিন্তু জামিনের পরই অরবিন্দ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]