প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন পপস্টার টেলর সুইফট। এরপরেই তাকে সন্তান উপহার দিতে চেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে টেইলর সুইফট তার সমর্থনের কথা জানান।
ওই পোস্টে টেইলর সুইফট বলেন, ‘আমি ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের সমর্থনে আমার ভোট দেব।’
টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’
‘আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।’
এদিকে সুইফটের পোস্টের পর মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন।
পোস্টে মাস্ক টেলর সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এ ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ ব্যবহার করেছিলেন।
পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ভালোই টেলর … তুমি জিতেছ … আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব।’
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়া এ বিতর্কটি ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ নামে পরিচিত। এই ডিবেটের পরে কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন টেইলর সুইফট।