প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৩৮ পিএম

ভারত বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ১১ জেলা। এরমধ্যে যারা যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এতে পিছিয়ে নেই কেন্দ্রীয় ছাত্রদল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন জাবি ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কুমিল্লার চৌদ্দগ্রামে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
ছাত্রদলের নেতাকর্মীরা কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মুন্সিরহাট ইউনিয়ন এবং ১নং কাশিনগর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন, অসহায় বানভাসি মানুষের খোঁজ-খবর নেন এবং এবং সামনের দিনগুলোতে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের উদ্যেগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, জাবি ছাত্রদল নেতা মিজানুর রহমান, সালমান আহম্মেদ প্রমুখ।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুম বিল্লাহ, চৌদ্দগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি অনিক মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা আব্দুল খালেক পরশ, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ চৌদ্দগ্রাম উপজেলা এবং পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।