প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:১২ পিএম | অনলাইন সংস্করণ
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা মিত্র দেশগুলোর সহযোগিতায় গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আটটি উড়োজাহাজে এই মানবিক ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জর্ডান। রয়্যাল জর্ডান এয়ার ফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জার্মানি এবং যুক্তরাজ্যের উড়োজাহাজ এতে সহায়তা করেছে।
জর্ডান বলছে, গাজার বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তারা গাজায় উড়োজাহাজে মোট ৮৬টি ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছে। এছাড়া মিত্র দেশগুলোর সহযোগিতায় আরও ২০৩টি এই ধরনের সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ইসরায়েলের ওপর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে, সেই চেষ্টা করে জর্ডান।
ঘটনার বিষয়ে জর্ডান সরকারের এক বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল।’