রোববার ১২ মে ২০২৪ ২৯ বৈশাখ ১৪৩১

শিরোনাম: জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে    বিরোধী দলকে রাজনীতি না করতে দিতেই নতুন করে ট্র্যাইব্যুনাল : ফখরুল    হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে    এসএসসি ও সমমানে পাসের হার ৮৩.০৪ শতাংশ    এসএসসির ফল প্রকাশ    জিএম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই    বিশ্ব মা দিবস আজ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:১৩ এএম | অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার (১৭ জুলাই) রাতে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা পৃথক মশাল মিছিল ও কুশপুতুল দাহ করেন।

রাত ৮টার সময় যমুনা ফিউচার পার্ক থেকে নদ্দা বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুয়েল, সাধারণ সম্পাদক রাসেল বাবু, সিনিয়র সহ সভাপতি রাজীব হোসেন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর বাবুসহ অন্যান্যরা।

এ সময় মেহেদী হাসান রুয়েল বলেন, তারেক রহমান আবেগের জায়গা। এখানে কেউ আঘাত করলে ছাত্রদলের নেতাকর্মীরা চুপ করে থাকবে না।

তিনি আরও বলেন, সারাদেশে ছাত্র-জনতা নিয়ে দুর্বার গণআন্দোলন করে এই সরকারের পতন ঘটানো হবে। সেটা বেশিদূর নয়। তাই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক হয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান।



অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা বিজয়নগর থেকে শুরু করে পুরানো পল্টন পর্যন্ত মশাল মিছিল করেন। মিছিল ও সমাবেশ শেষে কুশপুতুল দাহ করেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যুগ্ম আহবায়ক শামীম মাহমুদ, গোলাম রাব্বানী রবিন, রুবেল আহমেদ রানা, কামরুল ইসলাম তপু, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহমেদ হানি, সূত্রাপুর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল ওয়াজেদ হিমেল, ওয়ারী থানা ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ রিদয়, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের আহবায়ক তুহিন ইসলাম, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম খান, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা ইব্রাহীম, কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক দীন ইসলাম, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন তোফাদার, সূত্রাপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির ভূইয়া, কদমতলী থানা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রাব্বি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা জসিম উদ্দিন, শাকিল আহমেদ সেতু সহ বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় সংগঠনের সদস্য সচিব নিলয় মাহমুদ বলেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এভাবে দিন যাবে না। পরিবর্তন সন্নিকটে। তখন সব অপকর্মের কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। জিয়া পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে রেহাই হবে না।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, রবিবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]