বুধবার ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১

শিরোনাম: কালিগঞ্জে ১২ হাজার কেজি আম জব্দ করে বিনষ্ট করলেন ভ্রাম্যমান আদালত    দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার    সভা সমাবেশ ও বর্নাঢ্য র‍্যালী আয়োজনের মাধ্যমে রাজধানীতে মহান মে দিবস পালিত    ইসরাইলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত    মদিনায় রেড অ্যালার্ট জারি    দিল্লির স্কুলগুলোতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে    কলম্বিয়া ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের গ্রেপ্তার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রয়োজনে মুরাদকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি: হারুন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৪:৩২ পিএম | অনলাইন সংস্করণ

ডিবি যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলব না। যেহেতু সে (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় প্রয়োজনে মুরাদকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

ডিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুরাদ হাসান কোনো গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা বলেছেন। এ ধরনের কাজে ব্যবহার হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলব না। যেহেতু সে (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’

নায়ক ইমনের মোবাইল থেকে অডিওটি ছড়িয়েছে কি না জানতে চাইলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা এখনও তদন্ত করছি এটা।’

যদি আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দেয় তাহলে নায়ক ইমন ও মাহিয়া মাহিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এমন প্রশ্ন রাখা হয় এই ডিবি কর্মকর্তার কাছে।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কেউ যদি অভিযোগ দায়ের করে এবং আমাদের ডিবি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কোনোকিছু ভাইরাল হলে আমাদের ডিবির সাইবার ইউনিট দেখভাল করে ও তদন্ত করে।’



মাহি যদি দেশে আসে তাকেও আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘হ্যাঁ, আমরা মাহিকেও জিজ্ঞাসাবাদ করব।’

সেদিন ফোনালাপের পরে ধর্ষণ সংগঠিত হয়েছিল কি-না এমন প্রশ্ন রাখা হলে হারুন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। আমরা প্রয়োজনে সবার সঙ্গেই কথা বলব।’

নায়ক ইমনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সে নায়িকাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, প্রতিমন্ত্রীর কাছেও সে নিয়ে যাওয়ার কথা বলছিল। ইমনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি?

জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলেই বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  মুরাদ   জিজ্ঞাসাবাদ   হারুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]