মঙ্গলবার ২১ মে ২০২৪ ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: দ্বিতীয় ধাপে ১৫৬টিতে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি    ঈদের আগ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে না : বাণিজ্য প্রতিমন্ত্রী    নিজেদের শক্তিতে সরকারকে পরাজিত করতে হবে : ফখরুল     ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ চলছে গণনা    আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা সেনাবাহিনীর বিষয় : পররাষ্ট্রমন্ত্রী    গত অর্ধশতাব্দীতে বাংলাদেশে চালের উৎপাদন চার গুণেরও বেশি বেড়েছে : কৃষিমন্ত্রী    আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই, এমপি আনারের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সংবাদ প্রকাশের পর সচল হলো সান্তাহার জংশন স্টেশনের সিসি ক্যামেরা
প্রতিনিধি, আদমদীঘি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১, ৫:১৭ পিএম আপডেট: ২৮.০১.২০২১ ৫:২৬ পিএম | অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর সচল হলো সান্তাহার জংশন স্টেশনের সিসি ক্যামেরা

সংবাদ প্রকাশের পর সচল হলো সান্তাহার জংশন স্টেশনের সিসি ক্যামেরা

অবশেষে সচল করা হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহি রেলওয়ে জংশন স্টেশন সান্তাহারের সিসি ক্যামেরাগুলো। সম্প্রতি “সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট” এমন শিরোনামে দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্তৃপক্ষের। এরপর সচল করা হয় স্টেশনের অচল হওয়া সিসি ক্যামেরাগুলো। 

দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশন বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন। ১৮৮০ সালে এই স্টেশনটি স্থাপিত হলেও ১৯০০ সালের দিকে নির্মাণ করা হয় স্টেশনের সকল অবকাঠামো। এরপর থেকে সেবা দিয়ে আসছে স্টেশনটি। কিন্তু অন্যান্য স্থানের স্টেশনগুলোতে অবকাঠামোগত সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও সান্তাহার স্টেশনের অবকাঠামোতে এখন পর্যন্ত কোন আধুনিকতার কোন ছোঁয়াই স্পর্শ করেনি। এমনকি স্টেশনের কিছু জনগুরুত্বপূর্ন স্থানসহ পুরো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। স্টেশনের সব কিছু মাষ্টারের কক্ষ থেকে পর্যবেক্ষণ করার নিমিত্তে পুরো স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৯টি সিসি ক্যামেরা যুক্ত করা হয়। কিন্তু ১২টি ক্যামেরা সচল থাকলেও অবশিষ্ট ক্যামেরাগুলো অকেজো পড়ে ছিল। বিষয়টি স্থানীয় গনমাধ্যমকর্মীরা বেশ কিছু জাতীয় ও আঞ্চলিক গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর রেল কর্তৃপক্ষ ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ গ্রহন করেছে। বর্তমানে পুরো স্টেশানে ১৯টি ক্যামেরা সচল রয়েছে। ক্যামেরা সচল থাকায় যাত্রীদেরও এখন নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে স্টেশন মাষ্টার হাবিবুর রহমান বলেন, স্টেশনে চরম জনবল সংকট রয়েছে। অচল সিসি ক্যামেরাগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ভাবে জানিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি এরপর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষ ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ গ্রহন করেছেন এবং সবগুলো ক্যামেরা বর্তমান সচল রয়েছে। নিরাপত্তা বেষ্টনী না থাকায় স্টেশনের এই সিসি ক্যামেরাগুলো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে শক্ত করে রাখতে অনেক ভুমিকা রাখে। স্টেশনের কোথাও কোন জটিলতা কিংবা কোন সমস্যার সৃষ্টি হলে এই সিসি ক্যামেরায় দেখে তা দ্রুত সমাধান করা যাচ্ছে। 


ভোরের পাতা/কে 









« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]